Sunday, December 15, 2024
Google search engine
HomeCareer and jobsBangladesh Police Sub Inspector SI job circular 2023

Bangladesh Police Sub Inspector SI job circular 2023

Bangladesh Police Sub Inspector SI job circular 2023-ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে আবেদনে আগ্রহীদের জন্য। বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি-2023 প্রকাশিত হয়েছে। সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এস আই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু ০৬ মে ২০২৩ তারিখ থেকে এবং চলবে ২৭ মে ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ০৬ মে ২০২৩ তারিখ থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স সীমাঃ-

আবেদনের জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ২৭ মে ২০২৩ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছেন তারাও আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু মাত্র অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-

অনুমোদিত বিশ্ববিদ্যালয়্ হইতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আবেদনের শারীরিক যোগ্যতাঃ-

(ক) পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

(খ) নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে আবেদনের নিয়মঃ- আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৬ মে ২০২৩ তারিখ রাত ১ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৩ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

 

 

বেতন ও সুযোগ-সুবিধা সমূহঃ-

সাফল্যজনকভাবে মৌলিক ও প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।এ ছাড়া রয়েছে ট্রাফিক ভাতা, বিনা মূল্যে পোশাক, ঝুঁকি ভাতা, স্বল্প মূল্যে রেশন ও চিকিৎসা সুবিধা। থাকবে নিয়মানুযায়ী উচ্চ পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

 

সরকারি ও বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Career & Job পেজে বিজিট করুন।

সমসাময়িক যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

Post Related Things: bd job today, new job circular 2023, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির  খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2023, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, daily education, gov’t job, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৩, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2023, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments