Friday, December 20, 2024
Google search engine
HomeAdmissionsঅনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন। NU Honours 1st Year Admission 2023

অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন। NU Honours 1st Year Admission 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ( সম্মান ) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন ০৫এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৮ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে ( কলেক কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ০৯ মে ২০২৩ তারিখে জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন  Step by Step Practically দেখানো হলোঃ-

Step-1:- প্রথমে একজন প্রার্থীকে নির্দিষ্ট ওয়েব লিংক-এ যেতে হবেঃ-http://app1.nu.edu.bd/index.php
Step-2:- যাবার পর এই রকম একটি পেজ দেখতে পাবেন, মার্ক করা নির্দিষ্ট স্থানে ক্লিক করতে হবেঃ-
Step-3:- এরপর এই রকম একটি পেজ আসবে যেখানে -এর তথ্য প্রদান করে নেস্কট বোতামে ক্লিক করতে হবে।
Step-4:- আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে এবং রেজিষ্ট্রেশন করার নুন্যতম যোগ্যতা থাকে তাহলে তার অন্যান্য তথ্য সহ নিচের ‍screen এর মত দেখাবে।Screen -এর তথ্য যেমন তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ ( Note: এখানে যদি আপনার লিঙ্গ ভুল এবং জন্ম তারিখ যদি ভুলে ২২ বছরের বেশি থাকে তাহলে আপনি লিঙ্গ ও জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। তবে পরিবর্তনে ভুল প্রমানিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে যার জন্য সম্পূর্ণ ভাবে আপনি দাযী থাকবেন ) সঠিক থাকলে Next বোতামে ক্লিক করতে হবে।
Step-5:- এর পরের ধাপে  আপনি কলেজ এবং বিষয় পছন্দ করবেন। এখানে লক্ষনীয় বিষয় হচ্ছে, সর্ব বামে Eligible Courses কলামে আপনার যোগ্য বিষয় তালিকা দেখতে পাবেন। এর পর দ্বিতীয় কলাম থেকে কলেজ নির্বাচন করবেন। এজন্য আপনাকে Division বা বিভাগ নির্বাচন করতে হবে। তারপর আপনার পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচন করার পর পরই আপনি আপনার ঐ কলেজের যোগ্য বিষয় দেখতে পাবেন এবং ঐগুলো আপনি পড়ার যোগ্য হয়েছেন (সর্ব বামের কলাম থেকে)।
এরপর আপনি ঐ কলেজের বিষয় গুলো (তৃতীয় কলাম থেকে) আপনার পছন্দ অনুযায়ী 1st Choice, 2nd Choice & Last Choice ক্রম অনুসারে নির্বাচন করবেন। এ জন্য আপনি আপনার পছন্দের বিষয়ের উপরে ১ ক্লিক করবেন সাথে সাথে আপনার ঐ বিষয় চয়েজ লিষ্টে চলে যাবে (চতুর্থ কলামে যাবে)। এখানে সর্বোচ্চ ১৫টি বিষয় নির্বাচন করতে পারবেন। এর পর Next বোতামে ক্লিক করবেন।
Step-6:- এর পর কোটা যোগ্যতা Select করতে হবে। যদি আপনার কোটা যোগ্যতা থাকে তাহলে Yes Select করবেন এবং কি ধরনের কোটা আছে সেটা Select করবেন। কোটা না থাকলে  No Select করবেন এবং পরে Next বোতামে ক্লিক করবেন।
Step-7:- সর্বশেষ ধাপে আপনার ছবি সংযোজন করবেন। এখানে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ছবির সাইজ ১২০x১৫০ Pixel, ফরমেট .jpg এবং 50KB এর বেশী নয় এরকম সমপ্রতি তোলা পাসপোর্ট ছবি দিতে হবে। ছবি সংযোজন শেষ হলে সর্বশেষে পরীক্ষার্থীর নিজের মোবাইল Number দিতে হবে। পরবর্তীতে যে কোন যোগাযোগ করার জন্য এই Number ব্যবহৃত হবে।
  • এরপর তার সব তথ্য এক নজরে দেখার জন্য Preview application এ ক্লিক করতে হবে। এখানে সে তার সব তথ্য এক সাথে দেখতে পারবেন। সব তথ্য সঠিক থাকলে Submit বোতামে ক্লিক করতে হবে।
  • Submit করার পর admission Roll No. এবং PIN Number দেখতে পাবেন এবং পাশে Download Admit Card Admit Card দেখতে পাবেন। এখান থেকে অবশ্যই Admit Card Download করতে হবে এবং Admission Roll No. ও PIN Number সেভ রাখতে হবে। এই admission Roll No. আপনার অনার্স ভর্তি পরীক্ষার রোল নম্বর হিসাবে গণ্য হবে। PIN Number টি গোপন রাখতে হবে। পরবতীতে এই Admission Roll No. ও PIN Number দিয়ে আপনার student Login এ নিজের প্রোফাইল দেখতে পারবেন।

Admission Roll No. ও PIN Number সেভ করে Admit Card Download করলে এই পর্যায়ের কাজ শেষ এবং Exit দিয়ে বের হয়ে আসতে পারবেন।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments